ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাবলু ছিলেন গণমানুষের নেতা: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
বাবলু ছিলেন গণমানুষের নেতা: জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, একজন রাজনীতিবীদ হিসেবে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এর চেয়ে বড় সাফল্য আর হয় না।

তিনি ছিলেন গণমানুষের নেতা। একজন দক্ষ সংগঠক হিসেবে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তার অবদান অনস্বীকার্য। তিনি সোচ্ছার ছিলেন অন্যায়, অবিচার আর দুঃশাসনের বিরুদ্ধে।  

রোববার (৩ অক্টোবর) বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর কাকরাইল চত্বরে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়। তিনি পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।  

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি,  সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, মো. মশিউর রহমান রাঙ্গা এমপি, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন,  মো. শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, জহিরুল ইসলাম জহির, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, ড. নূরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নী, অ্যাডভোকেট লাকি বেগম, হারুন আর রশীদ, মো. জামাল হোসেন, প্রফেসর ড. গোলাম মোস্তফা, ভাইস-চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, মেজর (অব.) আব্দুস সালাম, মো. সফিকুল ইসলাম মধু, আহসান আদেলুর রহমান আদেল এমপি, নীগার সুলতানা রানী, আমিনুল ইসলাম ঝন্টু, ইয়াহ ইয়া চৌধুরী, এইচ এম শাহারিয়ার আসিফ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, এ কে এম আশরাফুজ্জামান খান, সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল চন্দ্র দাস, মো. হুমায়ান খান, এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, আবু জায়েদ আল মাখন সরকার, আনোয়ার হোসেন তোতা, মাহমুদা রহমান মুন্নি, অলিউল্লাহ চৌধুরী মাসুদ, ইউসুফ আজগর, উসমান আলী চেয়ারম্যান, সুমন আশরাফ, ফারুক হোসেন, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, এস এম আল জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূঁইয়া, আহাদ ইউ চৌধুরী শাহিন, গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিরু, মো. জামাল হোসেন, নজরুল ইসলাম, সুজন দে, শারমিন পারভীন লিজা, আক্তার দেওয়ান, এম এ সোবহান, আজহারু ইসলাম সরকার, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, মীর সামসুল আলম লিপ্টন ও মো. ইব্রাহিম আজাদ।  

মিলাদ মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন করেন পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইসারুহুল্লা আসিফ।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসএমএকে/আরবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।