ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ইঞ্জিনিয়ার মোশাররফ হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
ইঞ্জিনিয়ার মোশাররফ হাসপাতালে ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গণপূর্তমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়।

এর আগে গত ১০ অক্টোবর রাতে সাবেক এই মন্ত্রী চট্টগ্রামে নিজ বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান।

এদিকে বিএসএমএমইউ সূত্রে জানা গেছে বর্তমানে প্রবীণ এই আওয়ামী লীগ নেতার শারীরিক অবস্থা ভালো আছে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে তার ব্যক্তিগত সহকারী নূর খান বাংলানিউজকে জানান

তিনি বলেন, সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা এখন ভালো। বাসায় পড়ে আঘাত পেয়েছিলেন‌। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যালে আনা হয়।   চিকিৎসকরা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন, রিপোর্ট দেখে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানাবেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসকে/এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।