সিলেট: সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ ও সাবেক নেতারা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বিতর্কিতদের দিয়ে করা কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান।
গত ১২ অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। জেলা ছাত্রলীগের কমিটিতে মো. নাজমুল ইসলামকে সভাপতি ও রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করা হয়। অপরদিকে, মহানগর ছাত্রলীগের কমিটিতে কিশোয়ার জাহান সৌরভকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নাঈম হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ঘোষিত কমিটিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের ভাতিজা সাধারণ সম্পাদক পদে না আসায় তার অনুসারী সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। ওইদিন সন্ধ্যায় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় হামলার অভিযোগ ওঠে।
পরদিন সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে কোটি টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ করেন তারা। এ সময় কমিটি বাতিল করা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: কোটি টাকায় সিলেট ছাত্রলীগের কমিটি!
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনইউ/এনএসআর