ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বালিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জনসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় ৫১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ধোবাউড়া থানায় নৌকার প্রার্থী মো. শামসুল হক বাদী হয়ে থানায় এ মামলা করেন।
শামসুল হক আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসন্ন বালিগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌকার প্রার্থী শামসুল হকের অভিযোগ, রোববার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে বালিগাঁও বাজারে নির্বাচনী সমাবেশ করছিলাম। এ সময় হঠাৎ পার্শ্ববর্তী গ্রামের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের সমর্থকরা হামলা চালিয়ে সমাবেশ স্থলে ব্যাপক ভাঙচুর করেন। এতে আমি ছাড়াও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, নৌকার সমর্থক ইনসান মিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হন।
এ বিষয়ে জানতে একাধিবার কল দিলেও অভিযুক্ত হারুন অর রশিদের বক্তব্য জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এসআই