ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনাক্রমে তৃণমূলে সংগঠনের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টিম পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি (এগারো) সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হলো।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল রোববার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জানতে চাইলে, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বাংলানিউজকে বলেন, এসব কমিটি পুনর্গঠন করা হবে সেজন্য বিলুপ্ত করা হয়েছে।
জানা গেছে, বিলুপ্ত ১১ টিমের অধিকাংশ নেতার বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএইচ/এমএমজেড