ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমাদের মিছিল-মিটিং থেকে সরকারের শিক্ষা নেওয়া দরকার। আমরা কী বলছি, কী বলতে চাই।
রোববার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধন থেকে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সরকারের কোনো লাজ-লজ্জা আছে বলে মনে হয় না। এত কথা, এত প্রতিবাদ তাও এ সরকারের লাজ-লজ্জা হয় না। ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করছে, গুম করছে। কিন্তু এদেশের জনগণ এটি আর হতে দেবে না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এ নেতা বলেন, টেলিভিশনে দেখলাম বাজারে কোনো খাদ্যদ্রব্যের অভাব নেই। যা চাইবেন সব আছে বাজারে। কিন্তু দাম বেশি। যার ফলে মানুষ কিনতে পারছে না। রিজার্ভ চুরি হলে পাগল অর্থমন্ত্রী বললেন ৪ হাজার কোটি টাকা, ৮ হাজার কোটি টাকা কোনো টাকা না। কিন্তু অন্য পক্ষ, যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে ১ টাকাও অনেক টাকা। কিছুদিন আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধির আচ যেন তাদের গায়ে না পড়ে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির হাজার হাজার কর্মী যে ডাকের অপেক্ষায় আছে, সেই ডাক দিলে এমন আন্দোলন হবে তাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আপনাদের সবাইকে সেই আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির বিশেষ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি জাকির হোসেন, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান, মামুন খান, মিজানুর রহমান সজিব, ওমর ফারুক, মোক্তাদির হোসেন তরু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমএইচ/আরবি