ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন

চুয়াডাঙ্গা: বিএনপি চুয়াডাঙ্গা জেলার নতুন কমিটির অনুমোদন করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটিতে বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক এবং কমিটির অন্যতম সদস্য মো. শরীফুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল অহিদুল বিশ্বাসকে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি।

এরপর ২০১৯ সালের ৩ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে অব্যাহতি দিয়ে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খানকে ওরফে বাবু খান ভারপ্রাপ্ত আহ্বায়ক করে দলটি। সবশেষ বুধবার নতুন করে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অনুমোদন দেওয়া হয়।

নতুন অনুমোদিত কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। সদস্য সচিব মো. শরীফুজ্জামানও চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।