ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
জ্বালানির মূল্যবৃদ্ধিতে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য

ঢাকা: জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনস্বার্থকে উপেক্ষা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। এতে সীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

জনমনে বিরূপ প্রভাব পড়েছে।  

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইরান বলেন, ভারতে জ্বালানি তেলের দাম কমেছে অথচ বাংলাদেশে দাম দ্বিগুণ করা হয়েছে, যাতে ক্ষমতাসীনরা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারে। ভোটারবিহীন সরকারের জনগণের কাছে জবাবদিহি করতে হয় না বলেই জনমতকে উপেক্ষা করে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই বর্তমানে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্যতেলের দাম দ্বিগুণ বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবন শোচনীয় অবস্থা। তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে।  

নগর সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুগ্ম-মহাসচিব হুমাউন কবীর, আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, যুবমিশনের আহ্বায়ক ইমরুল কায়েস, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও ছাত্রমিশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাঠাগার সম্পাদক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।

মিছিলটি সেগুনবাগিচা থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, বায়তুল মোকারম, সচিবালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।