পিরোজপুর: পিরোজপুরে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফয়সাল মাহাবুব শুভকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পদক মাওলানা নাছির উদ্দিন মাতুব্বরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ওই মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. আলী রেজার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট পল্লবেশ কুমার কুন্ডুর আদালত তাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গত ৭ নভেম্বর নৌকার প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে রাতে শহরে ফোরার পথে শংকরপাশার মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে বসে গুলিতে আহত হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ। এ হামলার সঙ্গে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাছির উদ্দিনকে জড়িত থাকা অভিযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক। এ সময় উভয় গ্রুপের ৮ নেতাকর্মী গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নভেম্বর রাতে শুভর মৃত্যু হয়। শুভ গুলিবিদ্ধ হওয়ার পরে ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাছিরসহ ১০ জনকে গ্রেফতার করেন। ওই হামলার ঘটানায় মাওলানা নাছিরকে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক পদ থেকে অব্যহতি দেয় জেলা আওয়ামী লীগ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, গুলি ও হামলার পর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স্বপন মল্লিকের ভাই বাদী হয়ে দায়ের হওয়া হামলাই হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ও তথ্য পেতে মামলার প্রধান আসামি মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনটি