ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে দেখতে এসে সুচিকিৎসার দাবি জানান রেজা-নুর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
খালেদাকে দেখতে এসে সুচিকিৎসার দাবি জানান রেজা-নুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার দুপুরে ড. রেজা কিবরিয়া ও নুরুলহক নুর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

 

তারা খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।  

তারা বলেন, ' খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি নিজেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন। অসুস্থ খালেদা জিয়াকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দেশ-বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাই। ' 

বয়স ও শারীরিক জটিলতা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।