ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ

লক্ষ্মীপুর: কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় লক্ষ্মীপুরে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের ৪ কমিটির ৩৮ নেতা গণপদত্যাগ করেছেন। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি করায় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ দলের সংক্ষুব্ধ এসব নেতারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণপদত্যাগের কথা জানান।

নবগঠিত স্বেচ্ছাসেবক দলের কমিটিগুলো হলো সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌরসভা এবং চন্দ্রগঞ্জ থানা।

পদত্যাগ করা নেতাদের মধ্যে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের ১৫ জন, সদর (পূর্ব) ৫ জন, চন্দ্রগঞ্জ থানা ১০ জন ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৮ জন রয়েছে।

সংবাদ সম্মেলনে তারা জানায়, গত ১৭ নভেম্বর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌর ও চন্দ্রগঞ্জ থানাসহ স্বেচ্ছাসেবক দলের ৬টি ইউনিটের কমিটি ফেজবুকের মাধ্যমে ঘোষণা করা হয়। দলের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলার শিকার, কারা নির্যাতিত নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়। ওই কমিটিতে দলের কোনো ত্যাগী ও যোগ্য নেতারা স্থান পায়নি।

এ নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন- সদর থানা (পশ্চিম) আহ্বায়ক জামাল হোসেন, আব্দুর রহমান, সদর থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তারেকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা, লক্ষ্মীপুর পৌরসভা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন গণপদত্যাগকারী নেতাসহ প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।