ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সমাবেশ শেষে মিছিল বের করে কেন্দ্রীয় ছাত্রদল।

মিছিলটি মৎস্য ভবন হয়ে কাকরাইল মোড়ের দিকে গেলে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।  

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, সমাবেশ শেষে আমরা মিছিল নিয়ে মৎস্য ভবন ও কাকরাইল মোড় হয়ে বিজয়নগরের দিকে যাচ্ছিলাম। এ সময় মিছিলটি কাকরাইল মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলে পেছন থেকে অতর্কিত হামলা চালায় পুলিশ। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে শনিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে দেশব্যাপী দলটির গণ-অনশন কর্মসূচি শেষে সারাদেশে জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।