নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার রয়েছে চিকিৎসা পাওয়ার। দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত না বিধায় হাজার হাজার মানুষ বিদেশে যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ নভেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশে তৈমূর এসব কথা বলেন। পরে তিনি নিজেই দোয়া পরিচালনা করেন।
বিকেল ৩টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তখন পুলিশ তাদের সড়ক দিকে বালুর মাঠের গলিতে ঢুকিয়ে দেয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নেতাকর্মীরা বেস্টনি ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা সরে পড়েন। পরে তারা বালুর মাঠের গলিতেই বসে পড়েন ও বিক্ষোভ দেখাতে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুর রহমান হুমায়ূন, খন্দকার মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম রবি, জাহিদ হাসান রোজেল, রুহুল আমিন সিকদার, আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এএটি