ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পদ হারালেন রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
পদ হারালেন রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ হারিয়েছেন অংছাইনু মারমা। জেলা স্বেচ্ছাসেবক লীগ বলছে, তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তিনি বলছেন, পদত্যাগ করেছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র দেন।  

পদত্যাগ পত্রে তিনি  উল্লেখ করেন, আমি  ব্যক্তিগত বিশেষ কারণে সংগঠনটির সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম।  
তবে মূল কি সমস্যার কারণে তিনি অব্যাহতি নিয়েছেন, তা গণমাধ্যমকে জানাননি।

তবে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাওয়াল উদ্দীন বলেন, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অংছাইনু মারমা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পদত্যাগ পত্র পোস্ট করেছেন। কিন্তু তাকে আমরা রোববার রাতে দল থেকে বহিষ্কার করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে আমাদের দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় আমরা তাকে বহিষ্কার করেছি।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।