ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন

কক্সবাজার: কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। রাজনীতিকে এদেশের সাধারণ মানুষের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন।

বঙ্গবন্ধু মানুষকে তৈরি করেছিলেন বলেই, তার ডাকে যুদ্ধে গিয়েছিল এদেশের মানুষ।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল বোরহান উদ্দিন শাহান, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নীতিশ বড়ুয়া, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ নজরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা উত্তম মহাজন, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আনছার আলম প্রমুখ।

এ সময় সাইমুম সরওয়ার কমল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়ালেখা করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি ডিজিটাল শিক্ষা নিতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে না পারলে, দারিদ্র্যতাকে জয় করা যাবে না।  

সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিদ্যোৎসাহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরআগে সাইমুম সরওয়ার কমল জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তমঞ্চ উদ্বোধন করেন। দুপুরে বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের স্থান পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।