ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির আয়োজনে চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগিতা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
বিএনপির আয়োজনে চিত্রাঙ্কন-কুইজ প্রতিযোগিতা শনিবার

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি’র আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সভাপতিত্ব করবেন বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি’র আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
 
পরিচালনা করবেন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব আব্দুল হাই শিকদার।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫টি বিষয়ে ১৬টি উপ-বিষয় নিয়ে ৫ থেকে ১০ বছর, ১০ থেকে ১৮ বছর ও ১৮ থেকে তদূর্ধ্ব বয়সের ছেলে-মেয়েরা অংশ নেবেন।

বিষয়গুলো হলো- বাংলাদেশের ইতিহাসের তাত্পর্যপূর্ণ ঘটনা, স্বাধীনতার ঘোষক-মহান মুক্তিযোদ্ধা-আধুনিক বাংলাদেশের রূপকার-বহুদলীয় গণতন্ত্রে পূর্ণ প্রবক্তা-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
 
১৯ দফা কর্মসূচি, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে প্রথম মহিলা মুক্তিযোদ্ধা-আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন-অবদান-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর স্বরচিত-কবিতা-চিত্রাঙ্কন-প্রতিযোগিতা-উপস্থিত বক্তৃতা-বিতর্ক-আবৃত্তি ও কুইজ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।