রাজবাড়ী: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা মারা গেছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকার আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রেজাউল করিম রাজবাড়ী শহরের করিম সু হাউজের মালিক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী শাখার সভাপতি জ্যোতি শংঙ্কর ঝন্টু তার মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রেজাউল করিম ছিলেন দলের নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন সফল একজন ব্যবসায়ী এবং বড় মনের মানুষ।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুত্রবার (১৭ ডিসেম্বর) ফরিদপুরে ভর্তি হন রেজাউল করিম। শনিবার (১৮ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআরএস