ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুকন্যার সুরক্ষা ও তার অর্জনগুলো রক্ষাই যুবলীগের কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
বঙ্গবন্ধুকন্যার সুরক্ষা ও তার অর্জনগুলো রক্ষাই যুবলীগের কাজ

পটুয়াখালী: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগের প্রধান দুইটি কাজ হলো- যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র থেকে বঙ্গবন্ধুকন্যার সুরক্ষা নিশ্চিত করা ও রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার অর্জনগুলো রক্ষা করা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে সম্মান এনে দিয়েছেন, তিনি বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন।

এ সম্মান আমাদের ধরে রাখতে হবে। আমাদের নির্ণয় করতে হবে এবং চিহ্নিত করতে হবে, কীভাবে আমরা এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন, এ দিন দিন নয়, সামনে যে দিন আসছে, তাতে দক্ষতার বিকল্প নাই। একদিন আমাদের যেমন রাজপথে লড়াকু সৈনিক দরকার, একইসঙ্গে আমাদের মেধাবী উদ্যোক্তা দরকার, সৃজনশীল প্রতিভার দরকার, আমাদের দক্ষ কারিগর দরকার, যোগ করেন পরশ।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিজয় হবে দেশপ্রেম ভিত্তিক রাজনীতির, বিজয় হবে সততার, বিজয় হবে পরিচ্ছন্ন রাজনীতির। সাগরকন্যা পটুয়াখালী থেকেই আমাদের সাংগঠনিক অধ্যায়ের সূচনা রচিত হচ্ছে এ সম্মেলনের মাধ্যমে।

রাজনীতি মানে মানুষের অধিকার আদায় করা। যখনই কোনো ব্যক্তি, গোষ্ঠী বা গোত্রের অধিকার হরণ হবে, অথবা নিপীড়িত হবে, তখনই যুবলীগ প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা শুধু সম্মেলন করতে নয়, রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের প্রত্যয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন, একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি ২০১৯ সালে নির্বাচিত হয়েছিল। আপনারাই মূল্যায়ন করবেন, আমরা মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কিনা। আপনাদের দোয়া ও সহযোগিতায় অন্ধকার কাটিয়ে আমরা মানবিক যুবলীগে আবর্তিত হয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

পরশ তার বক্তব্যে দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের নেতৃত্বে নিয়ে আশার কথা বলেন।

সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসাম খান নিখিল ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এবং কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।  

জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুজ্জামান রনির সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।