ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসি গঠন

জাসদ নেতাদের সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জাসদ নেতাদের সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি  হাসানুল হক ইনু ও শিরিন আখতার

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে সংলাপে বসবে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আখতারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল ৪টায় বঙ্গভবনে যাবে।

 

প্রতিনিধি দলে আরও থাকবেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।

জাসদের পক্ষ থেকেও নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে বলে জানা যায়।

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পর্যায়ক্রমে অন্য দলের সঙ্গেও রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
আরকেআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।