ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি

ফরিদপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

অব্যাহতি পাওয়া দু’জন হলেন- বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. রঞ্জু আহমেদ ও ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জামাল হোসেন।

জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার ও সাধারণ সম্পাদক বাকের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।