ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কল্যাণ পার্টির বিজয় শোভাযাত্রা শুক্রবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, ডিসেম্বর ২৩, ২০২১
কল্যাণ পার্টির বিজয় শোভাযাত্রা শুক্রবার

ঢাকা: ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি বিজয় শোভাযাত্রা করবে শুক্রবার (২৪ ডিসেম্বর)।

দলটির যুগ্ম-মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা’ আয়োজন করা হবে।

উক্ত শোভাযাত্রার নেতৃত্ব দেবেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

দলীয় নেতাকর্মীদের দুপুর আড়াইটার মধ্যে মৎস্যভবন মোড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম। শোভাযাত্রাটি মৎস্যভবন মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।