মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা এবং একই এলাকার জহিরুল মাতুব্বর।
রাজৈর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে অভিযোগ মামলা হিসেবে নেয়ার পর থেকেই পুলিশ মাঠে নামে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গত ২৬ ডিসেম্বর বেলা পৌনে ৩টার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী। জাল ভোট দিতে বাঁধা দেওয়ায় তার উপর হামলা চালানো হয় বলে দাবী করেন রাব্বানী।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেডএ