ঢাকা: সোমবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধিদল।
রোববার (৯ জানুয়ারি) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসএমএকে/আরবি