ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জ বিএনপির ১০ ইউনিট কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
না.গঞ্জ বিএনপির ১০ ইউনিট কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ এ কমিটির অনুমোদন দেন।

শুক্রবার (২১ জানুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ।

এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কমিটির অনুমোদন দেওয়া হয়। ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

কমিটিতে রূপগঞ্জ থানায়- মাহফুজুর রহমান হুমায়ুনকে আহ্বায়ক, বাশির উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব, সোনারগাঁও থানায়- আজহারুল ইসলাম মান্নানকে আহ্বায়ক, মোশারফ হোসেনকে সদস্য সচিব, আড়াইহাজারে- ইউসুফ আলী মেম্বারকে আহ্বায়ক, জুয়েল আহমেদকে সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানায়- আব্দুল হাই রাজুকে আহ্বায়ক, শাহ আলম হীরাকে সদস্য সচিব, ফতুল্লায়- জাহিদ হাসান রোজেলকে আহ্বায়ক, শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব, সোনারগাঁও পৌরসভায়- শাহজাহান মেম্বারকে আহ্বায়ক, কমিশনার মোতালেব হোসেনকে সদস্য সচিব, কাঞ্চন পৌরসভায়- মজুবর রহমান ভুঁইয়াকে আহ্বায়ক, হামিদুল হক খানকে সদস্য সচিব, তারাব পৌরসভায়- নাসিরউদ্দিনকে (জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক) আহ্বায়ক, জাকির হোসেন রিপনকে সদস্য সচিব, গোপালদী পৌরসভায়- সামসুল হক মোল্লাকে আহ্বায়ক, মুশফিকুর রহমান মিলনকে সদস্য সচিব, আড়াইহাজার পৌরসভার- মো. রূপচান মিয়াকে আহ্বায়ক, সালাহউদ্দিন আহমেদ ডালিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে তিন দিনের মধ্যে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি। আশা করছি কমিটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, আমরা কমিটি অনুমোদন করেছি সবাইকে সমন্বয় করে। কাউকে বাদ দেওয়া হয়নি। প্রতিটি কমিটিই ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।