ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের প্রতী‌কী অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
বরিশালে ছাত্রদলের প্রতী‌কী অনশন ব‌রিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের প্রতীকী অনশন

বরিশাল: উপচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যাল‌য়ের আন্দোলনকারী শিক্ষার্থী‌দের ওপর হামলার প্রতিবা‌দে ব‌রিশা‌লে প্রতীকী অনশন ক‌রেছে জেলা ও মহানগর ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় ব‌রিশাল কেন্দ্রীয় শহীদ মিনা‌রে প্রতীকী এই অনশন শুরু হয়, যা বিকেল ৩টা পর্যন্ত চলে।

মহানগর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির ব‌লেন, শা‌বিপ্রবি শিক্ষার্থী‌দের যৌ‌ক্তিক আন্দোল‌নে পু‌লিশ হামলা ক‌রে‌ছে, গু‌লি চালিয়েছে। এই ধর‌নের ন‌্যক্কারজনক ঘটনা ঘ‌টি‌য়েও লজ্জা-শরমহীন ভি‌সি এখ‌নো পদত‌্যাগ কর‌ছেন না। অবিল‌ম্বে জা‌তির কা‌ছে ক্ষমা চে‌য়ে তার পদত‌্যাগ দাবি কর‌ছি আমরা‌।

প্রতী‌কী অনশ‌নে অন‌্যান‌্যদের ম‌ধ্যে জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি মাহফুজুল আলম মিঠু, মহানগ‌রের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তান‌জিলসহ ওয়ার্ড ছাত্রদ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।