ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ইসি নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
ইসি নিয়ে জাপার সংবাদ সম্মেলন শনিবার

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ এর ওপর জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শনিবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ এর ওপর জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শনিবার বিকেল ৩টায় বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় বিলের ওপর জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বক্তব্য তুলে ধরবেন।

সংবাদ সংম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।  

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।  
এর আগে, এই বিলের ওপর বিরোধীদলের সদস্যদের দেওয়া জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।