ঢাকা: সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকার নিজস্ব সম্পত্তিতে অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ মাদরাসা-ই-আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের ৫ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মাদরাসা-ই-আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের আহ্বায়ক মাওলানা আজিজুল হক মুরাদের নেতৃত্বে সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি একাত্মতা প্রকাশ করেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল ফারুক, অধ্যাপক আবদুল হামিদ ও শহিদুল ইসলাম কবির।
জাপা মহাসচিব বলেন, সরকারের আরও জায়গা থাকার পরও মাদরাসা-ই- আলিয়া ঢাকার হোস্টেল সংলগ্ন এলাকায় অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক। তিনি প্রশ্ন রেখে বলেন, কলকাতা আলিয়া মাদরাসা কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় হতে পারলে ঢাকা আলিয়া মাদরাসা ‘ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়’ হতে বাধা কোথায়?
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমএইচ/জেএইচটি