ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আবারও করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
আবারও করোনায় আক্রান্ত রুমিন ফারহানা রুমিন ফারহানা

ঢাকা: আবারও করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে, তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে, করোনার শুরুতে ২০২০ সালে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।