ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকারের স্বেচ্ছাচারিতায় দেশের অর্থনীতিতে ধস’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
‘সরকারের স্বেচ্ছাচারিতায় দেশের অর্থনীতিতে ধস’

ঢাকা: সরকারের স্বেচ্ছাচারিতার কারণে দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে ধস নেমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, এ সরকার জগদ্দল পাথরের মতো যতদিন আমাদের কাঁধে চেপে থাকবে ততদিন এ দেশকে ভেতর থেকে ফোকলা করে দেবে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপি কার্যালয় ভাসানী ভবন মিলনায়তনে সাংগঠনিক টিম-৬ এর অধীন গেন্ডারিয়া, কোতোয়ালী ও সূত্রাপুর থানা ওয়ার্ডের নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে আবদুস সালাম আরও বলেন, সাধারণ মানুষকে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে পরিত্রাণ দিতে মহানগর বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

তৃতীয় দিনের এই সাক্ষাৎকার অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।