ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা আকবর হত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
যুবদল নেতা আকবর হত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

ফরিদপুর: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবরকে হত্যাকারীদের শাস্তির দাবিতে ফরিদপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।  

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জেলা শহরের আলীপুর মোড় থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।  

বিক্ষোভ মিছিলে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধরণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা দিদারুল মাহমুদ খান টিটু, জাহিদ হোসেন, শহিদুর রহমানসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বক্তারা অবিলম্বে আকবর আলীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গত ০২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজারে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলী আকবরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আলী আকবর সদর উপজেলার বড় সারুটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।