ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগ জবাবদিহিতার সরকার, গোপন চুক্তিতে দেশ চালায় না

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
আ.লীগ জবাবদিহিতার সরকার, গোপন চুক্তিতে দেশ চালায় না

ফেনী: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জবাবদিহিতার সরকার। গোপন কোনো চুক্তির আলোকে দেশ পরিচালিত হচ্ছে না।

স্বচ্ছতা ও জনগণের কাছে জবাবদিহিতার আলোকে প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছেন।  

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর বিলোনিয়া স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়নকাজের পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ভারতের আপত্তির কারণে বন্দরটির উন্নয়নের কাজ বন্ধ রয়েছে প্রায় তিন বছর যাবৎ। এসব বিষয় জানতে ও দেখতে তিনি বন্দরটি পরিদর্শন করেন।

এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যাগুলোর সুন্দর সমাধান হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সমস্যার সমাধান হবে।

নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বন্দর উন্নয়ন প্রকল্প পরিচালক কে এম আতিকুল ইসলাম, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রবিউল ইসলাম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াঙ্কা দত্ত, পরশুরাম থানার পরিদর্শক খালেদ দেওয়ান প্রমুখ।  

বিলোনিয়া স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১০ একর জমি অধিগ্রহণ করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাত একর জমিতে কাজ করার ব্যাপারে আপত্তি জানায় ভারতীয় কর্তৃপক্ষ। এর ফলে সাত একরে কাজ করা সম্ভব হয়নি। বাকি তিন একরে ৪০ শতাংশ কাজ হয়েছে। এদিকে চলতি জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা থমকে আছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।