ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
নোয়াখালীতে জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক এ বৈঠক থেকে তাদের আটক করা হয়

নোয়াখালী: নোয়াখালীতে সরকার বিরোধী গোপন সভা থেকে ৪৫ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর আল ফারুক একাডেমি থেকে তাদের আটক করা হয়।

 

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আল ফারুক একাডেমির একটি কক্ষে  সরকার বিরোধী গোপন সভা করছিলেন জামায়াত নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৪৫ জন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ধর্মীয় উগ্রবাদী বই জব্দ করা হয়।

এসপি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় যে ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে আরও অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।