ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মাগুরা জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
মাগুরা জেলা ছাত্রদল সভাপতিসহ আটক ৪ ফাইল ছবি

মাগুরা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা জেলা শাখার সভাপতি আবদুর রহিমসহ চার জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) বিকেলে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে নাশকতা ঘটানোর জন্য ছাত্রদলের কর্মীরা একত্রিত হচ্ছেন- এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভায়না মোড় এলাকা থেকে চারজনকে আটক করা হয়।

আটককৃত অন্যরা হলেন- মাগুরা পৌর যুবদল কর্মী লুৎফর রহমান, ছাত্রদল কর্মী সুমন হোসেন ও রাকিব।

ওসি নাসির উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য ছিল নাশকতা ঘটানোর জন্য ছাত্রদল ও যুবদলের কর্মীরা ভায়না মোড় এলাকায় জড়ো হচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদল সভাপতি আবদুর রহিমসহ মোট চারজনকে পুলিশ আটক করে। তিনি আরও বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ১৫ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।