ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মসনদ টেকানো যাবে না: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মসনদ টেকানো যাবে না: রিজভী

ঢাকা: ছাত্রলীগকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে শেখ হাসিনার মসনদ টেকানো যাবে না বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, গত মঙ্গলবার (২৪ মে) আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আক্রমণে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের রক্ত শুকাতে না শুকাতেই বৃহস্পতিবার (২৬ মে) সকালে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের মিছিলে আক্রমণ চালায়। ছাত্রদল নেতারা হাইকোর্ট প্রাঙ্গণে আশ্রয় নিতে গেলে সেখানেও হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা।

তিনি বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলে গুলিবর্ষণ করছে। বেশ কয়েকজন ছাত্রদল নেতাকে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। তাদের হামলা থেকে রক্ষা পায়নি সাধারণ আইনজীবীরাও। ছাত্রলীগের এ আচরণ সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত নেতাকর্মীদের নামের তালিকা দেন রিজভী।

ছাত্রদল নেতা শাহীনুর রহমান শাহীন, সাহাবুদ্দিন আহমেদ, আবদুল কাইয়ুম, নাহিদ চৌধুরী, রাজু হাসান রাজন। আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাকির আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আবু জাফর, সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাছির উদ্দিন শাওন, সাধারণ সম্পাদক এফ এইচ হল শাহাদাত হোসেন, সভাপতি জিয়া হল তারেক হাসান মামুন ও ছাত্রদল নেতা সালেহ, মো. আদনান, যুগ্ম আহবায়ক (বিজয় ৭১ হল) তানভীর আজাদী। ছাত্রনেতা আতিক মোর্শেদ, সদস্য নাছির উদ্দিন নাছির, 
সভাপতি (বিজয় ৭১ হল) সোহেল রানা, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মাসুদ, মো. মানিক হোসেন, বাহারুল ইসলাম, রেজাউল করিম রাজু, সজীব রায়হান, মো. শামীম আকন, মো. ইজাবুল মল্লিক, সরদার মিলন, জুবায়ের আল মাহমুদ, নাজমুল ইসলাম বাহার, নেতা মাসুদ রানা রিয়াজ, আরিফ মোল্লা, আবুল হোসেন হাওলাদার আশিক, রিমু হোসেন, কাওছার হোসেন, মো. শামীম হোসেন, মো. সাইফুল ইসলাম মিঠুন, আসাদুজ্জামান আসলাম, গোলাম মওলা লিখন, রাকিব ইসলাম আলভী, সজিব হাওলাদার, এস এম শামীম হোসেন, করিম প্রধান রনি, আতাউর রহমান খান, নাহিদ শাহ পাটোয়ারি, ছাত্রদল নেত্রী জান্নাতুল ফেরদৌস, ছাত্রদল নেতা কাজী রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আতাউর রহমান বুলেট।

ছাত্রলীগের এই হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে রিজভী বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। এছাড়া আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।