ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব‌রিশালে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, পু‌লিশি বাধায় মি‌ছিল পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ২৮, ২০২২
ব‌রিশালে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, পু‌লিশি বাধায় মি‌ছিল পণ্ড বরিশালে ছাত্রদলের মি‌ছিল পু‌লিশি বাধায় পণ্ড

বরিশাল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ‌নিবার (২৮ মে)  বেলা ১১ টায় ব‌রিশাল নগরের সদররোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশগুলো হয়।

 

বরিশাল মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ নেতৃবৃন্দ।  

পরে একই স্থানে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতারা।

মীর জা‌হিদুল ক‌বির জা‌হিদ বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আমাদের নেত্রী‌ খালেদা জিয়াকে হত্যার হুম‌কি দিয়েছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যি‌নি প্রকাশ্যে হত্যার হুম‌কি দিতে পারেন সে জনগনের প্রধানমন্ত্রী না। এরপর খালেদা জিয়াকে হু‌ম‌কির প্রতিবাদে ছাত্রদ‌ল নেতাকর্মীরা ‌বিক্ষোভ মি‌ছিল করলে তার ওপরও হামলা চালিয়েছে স‌রকার দলীয় সন্ত্রাসীরা। হামলা করে উল্টো মামলা দেওয়া হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে, করা হচ্ছে গ্রেফতারও।  আমরা এর প্রতিবাদ জানাই ।  

এর আগে বিক্ষোভ সমাবেশকে সফল করতে খণ্ড খণ্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড়ো হয়। সমাবেশ শেষে ছাত্রদলের ‌নেতাকর্মীরা এক‌টি বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে সদর রোডের দিকে বের হতে চাইলে পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ২৮, ২০২২

এমএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।