ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হারিকেন ধরারও সময় পাবেন না: শেখ হাসিনাকে ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
হারিকেন ধরারও সময় পাবেন না: শেখ হাসিনাকে ফখরুল ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হারিকেন ধরার সময় এসে গেছে আপনাদের। হারিকেন ধরারও সময় পাবেন না।

পেছনের দরজা দিয়েও পালাতে পারবেন না।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভোলায় পুলিশের গুলিতে দলীয় কর্মী আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে পালাতে গিয়েও সহজে পালাতে পারেননি। প্রধানমন্ত্রী পালাতে গিয়ে মালদ্বীপে বসে আছেন। ডিক্টেটররা এভাবেই পালাতে চায়, কিন্তু জনগণ তাদের পালাতে দেয় না। সেই কথা গুলো স্মরণ রাখবেন।

তিনি বলেন, এ সরকার গত ১৫ বছর দেশটাকে পুরোপুরি ফ্যাসিস্ট এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাদের কোনো সাফল্য নেই। মেট্রোরেল আর পদ্মা সেতু দেখিয়ে বলে এটাই তাদের সাফল্য। আর দেশের শতকরা ৪২ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। মানুষ ভালোভাবে তিন বেলা খেতে পায় না। আমাদের এখন একটাই দাবি, একদফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি।

এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা হরতাল হরতাল বলে স্লোগান দিলে মঞ্চ থেকে একজন বলেন, আগে রাস্তা দখল কর, তারপর হরতাল।

তখন মির্জা ফখরুল বলেন, আমি কর্মসূচি ঘোষণা করছি, আগামী পরশু (বৃহস্পতিবার)  থেকে সব অঙ্গ সংগঠন বিক্ষোভ করবে। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনারা রাস্তা দখল করতে রাজি আছেন? তখন উপস্থিত সবাই হ্যাঁ সূচক জবাব দেন এবং হরতাল হরতাল বলে স্লোগান দেন। তাদের স্লোগান চলাকালে মঞ্চ ত্যাগ করেন সিনিয়র নেতারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন,  আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা আবদুস সালাম, কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ, নিলোফার চৌধুরী মনি, যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।