ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

দুলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
দুলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল বুধবার রুহুল কুদ্দুস তালুকদার দুলু -ফাইল ছবি

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

তিনি আরও বলেন, গত ২৪ জুন সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় কোমরে আঘাত পান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ সেপ্টেম্বর) উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। নিজের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।