ঢাকা, মঙ্গলবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন ২০২৪, ২৬ জিলকদ ১৪৪৫

রাজনীতি

জাপায় যোগ দিলেন দুই চিকিৎসক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
জাপায় যোগ দিলেন দুই চিকিৎসক

ঢাকা: দুই চিকিৎসক ডা. মো. শাখাওয়াত হোসেন ও ডা. আহসিনা জাহান লোপা আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জিএম কাদেরের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দেন।

ডা. আহসিনা শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিউ স্পেশালিষ্ট হিসেবে এবং ডা. শাখাওয়াত হোসেন পাইওনিয়ার ডেন্টাল কলেজে কর্মরত আছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, অ্যাডভোকেট মমতাজ উদদীন, ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য এলাহান উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা,সেপ্টেম্বর ১৮, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।