ঢাকা : চার দলীয় ঐক্যজোট সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে দেওয়া প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তবে কবে নাগাদ জোট সম্প্রসারণ হবে, সম্প্রসারিত জোটের নাম কি হবে বা কবে ঘোষণাপত্রে স্বাক্ষর হবে- সেসব বিষয়ে কিছুই বলেননি বিএনপি প্রধান।
সম্প্রসারিত জোটে বিএনপি (খালেদা জিয়া-মির্জা ফখরুল ইসলাম আলমগীর), জামায়াত (মকবুল আহমাদ-ডা. শফিকুর রহমান), ইসলামী ঐক্যজোট (ফজলুল হক আমিনী-আবদুল লতিফ নেজামী), বিজেপি (ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-শামিম আল মামুন) ও খেলাফত মজলিশ (মাওলানা মুহাম্মদ ইসহাক-অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদের) এর সঙ্গে যোগ হচ্ছে (অলি আহমেদ বীর বিক্রম-অধ্যাপিকা জাহানারা বেগম), বাংলাদেশ কল্যাণ পার্টি (সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক-আবদুল মালেক চৌধুরী), জাগপা (শফিউল আলম প্রধান-খন্দকার লুৎফর রহমান), এনপিপি (শেখ শওকত হোসেন নীলু-ড. ফরিদুজ্জামান ফরহাদ), বাংলাদেশ ন্যাপ (জেবেল রহমান গানি-এম গোলাম মোস্তফা ভুঁইয়া), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (শায়েখ আবদুল মবিন-মুফতি মুহাম্মদ ওয়াক্কাস), এনডিপি (খন্দকার গোলাম মোর্ত্তজা-আলমগীর মজুমদার), বাংলাদেশ লেবার পার্টি-(ডা. মোস্তাফিজুর রহমান ইরান-হামদুল্লাহ আল মেহেদী), বাংলাদেশ মুসলিম লীগ (এএইচএম কামরুজ্জামান খান-আতিকুল ইসলাম), বাংলাদেশ ইসলামিক পার্টি (অ্যাডভোকেট আবদুল মবিন-এম এ রশিদ প্রধান) ও ন্যাপ ভাসানী (শেখ আনোয়ারুল হক-হাসরত খান ভাসানী)।
এর মাধ্যমে চার দলীয় জোট পরিণত হচ্ছে ১৬ দলীয় জোটে।
বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১২