ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৪ দলীয় জোট সম্প্রসারণের ঘোষণা খালেদার

আসাদ জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১২
৪ দলীয় জোট সম্প্রসারণের ঘোষণা খালেদার

ঢাকা : চার দলীয় ঐক্যজোট সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে দেওয়া প্রধান অতিথির ভাষণে তিনি এ ঘোষণা দেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে নতুন জোটের পক্ষ থেকে সরকারকে আলটিমেটামও দেন তিনি। একই সাথে ২৯ মার্চ দেশব্যাপী হরতাল ডাকেন খালেদা জিয়া।

তবে কবে নাগাদ জোট সম্প্রসারণ হবে, সম্প্রসারিত জোটের নাম কি হবে বা কবে ঘোষণাপত্রে স্বাক্ষর হবে- সেসব বিষয়ে কিছুই বলেননি বিএনপি প্রধান।

সম্প্রসারিত জোটে বিএনপি (খালেদা জিয়া-মির্জা ফখরুল ইসলাম আলমগীর),  জামায়াত (মকবুল আহমাদ-ডা. শফিকুর রহমান), ইসলামী ঐক্যজোট (ফজলুল হক আমিনী-আবদুল লতিফ নেজামী), বিজেপি (ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-শামিম আল মামুন) ও খেলাফত মজলিশ (মাওলানা মুহাম্মদ ইসহাক-অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদের) এর সঙ্গে যোগ হচ্ছে (অলি আহমেদ বীর বিক্রম-অধ্যাপিকা জাহানারা বেগম), বাংলাদেশ কল্যাণ পার্টি (সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক-আবদুল মালেক চৌধুরী), জাগপা (শফিউল আলম প্রধান-খন্দকার লুৎফর রহমান), এনপিপি (শেখ শওকত হোসেন নীলু-ড. ফরিদুজ্জামান ফরহাদ), বাংলাদেশ ন্যাপ (জেবেল রহমান গানি-এম গোলাম মোস্তফা ভুঁইয়া), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (শায়েখ আবদুল মবিন-মুফতি মুহাম্মদ ওয়াক্কাস), এনডিপি (খন্দকার গোলাম মোর্ত্তজা-আলমগীর মজুমদার), বাংলাদেশ লেবার পার্টি-(ডা. মোস্তাফিজুর রহমান ইরান-হামদুল্লাহ আল মেহেদী), বাংলাদেশ মুসলিম লীগ (এএইচএম কামরুজ্জামান খান-আতিকুল ইসলাম), বাংলাদেশ ইসলামিক পার্টি (অ্যাডভোকেট আবদুল মবিন-এম এ রশিদ প্রধান) ও ন্যাপ ভাসানী (শেখ আনোয়ারুল হক-হাসরত খান ভাসানী)।

এর মাধ্যমে চার দলীয় জোট পরিণত হচ্ছে ১৬ দলীয় জোটে।

বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।