ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংকল্পবদ্ধ যুবলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংকল্পবদ্ধ যুবলীগ কথা বলছেন শেখ ফজলে শামস পরশ।

হবিগঞ্জ: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শুধু দল ও কর্মীগত উন্নয়নের জন্য নয়; শেখ ফজলুল হক মনি দেশে যুবলীগের প্রতিষ্ঠা করেছিলেন সামগ্রিক যুব জাগরণের উদ্দেশ্যে। যে যুবলীগ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ।



তিনি মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও এরশাদের আমলে তাদের ক্ষমতার উৎস ছিল ক্যান্টনমেন্টে। আর আওয়ামী লীগের ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। বিএনপি-জামায়াত মিলিটারি স্টাইলে পাকিস্তানি মডেলে এদেশের জনগণের ওপর স্বৈরাচারিতা চালিয়েছে, সংবাদপত্র ও বিচার বিভাগের মুখ বন্ধ করেছে।

অনেকেই নিজেকে মুজিববাদের সৈনিক বলে দাবি করেন উল্লেখ করে শেখ পরশ বলেন, মুজিব শব্দটি আমাদের কাছে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। মুজিব মানে মুজিববাদী দেশপ্রেমে, দেশের মানুষের জন্য ত্যাগ করা, জাতীয়তাবোধ, সততার রাজনীতি এবং মানুষের সেবা করা। এই তাৎপর্যগুলো বুকে ধারণ করে আগামী প্রজন্মের উন্নত দেশ গড়ার কাজে সবাইকে মনোনিবেশ করতে হবে।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাবেক সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, মো. আব্দুল মজিদ খান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও পৌরমেয়র আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।