ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমাবেশ ময়মনসিংহের রুটে চলছে না বাস, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
বিএনপির সমাবেশ ময়মনসিংহের রুটে চলছে না বাস, ভোগান্তিতে যাত্রীরা ফাইল ছবি

ঢাকা: বিএনপির সমাবেশ উপলক্ষে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ময়মনসিংহ বিভাগের সব বাসযাত্রীরা বিপাকে পড়েছেন।

বাসের জন্য কেউ দাঁড়িয়ে, কেউ বসে অপেক্ষা করলেও বাসের কোন দেখা নেই।

 

শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ চিত্র রাজধানীর আবদুল্লাহপুর মোড়ে।  

বেলা দুইটায় ময়মনসিংহ শহর এলাকায় বিভাগীয় সমাবেশ ডেকেছে বিএনপি।

সংশ্লিষ্টদের ধারণা বিএনপির সমাবেশের কারণে সকাল থেকেই বন্ধ আছে ময়মনসিংহ বিভাগের জেলা জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বাস।

ময়মনসিংহ যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছেন সুমাইয়া খাতুন। তিনি বলেন, যে গরম পড়ছে, তার ওপর বাস চলছে না। পদে পদে ভোগান্তি। আর বাস না চলায় ভাড়াও দিতে হচ্ছে বেশি। অন্যদিকে সময়ও লাগছে বেশি।

শেরপুর রুটের কয়েকজন বাস চালক জানান, আশা করছি শিগগিরই বাস চলাচল স্বাভাবিক হবে।  

এদিকে সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা চললেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।