ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সম্মেলন ছাড়াই ফেসবুকে রামগতির চরবাদাম যুবলীগের কমিটি ঘোষণা!  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
সম্মেলন ছাড়াই ফেসবুকে রামগতির চরবাদাম যুবলীগের কমিটি ঘোষণা!  

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন যুবলীগের সাবেক কমিটি বিলুপ্ত না করেই রাতের অন্ধকারে ফেসবুকে ‘পকেট’ কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। কতদিনের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে তাও উল্লেখ করা হয়নি।

এ কমিটির জন্য বর্ধিত সভা কিংবা সম্মেলন না করায় ক্ষিপ্ত হয়েছেন সাবেক কমিটির নেতাকর্মীরা।  

এদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি মেজবাহ উদ্দিন হেলাল কমিটির বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। উল্টো এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা হেলাল সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন।  

নাম প্রকাশ না করার শর্তে রামগতি যুবলীগের তিন নেতা জানান, উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। তাদের সাংগঠনিক কোনো কার্যক্রম দৃশ্যমান নয়। ইউনিয়ন কমিটির নেতারাও ঝিমিয়ে পড়েছেন। অধিকাংশ কমিটিই মেয়াদোত্তীর্ণ অবস্থায় পড়ে আছে। কোনো বর্ধিত সভা করা হচ্ছে না। ২০১৮ সালে চরবাদাম কমিটির সাবেক সভাপতি সেলিম উদ্দিন হাদিস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এজন্য তিনি মৌখিকভাবে যুবলীগের ছাড়েন। আওয়ামী লীগের পদ না পাওয়ায় তাকে ওই পদে পুনর্বহাল করা হয়। এরপর চরবাদাম যুবলীগের কমিটি নিয়ে কোনো বর্ধিত সভা বা সম্মেলন হয়নি। নতুন কমিটি দিতে হলে বর্তমান কমিটি বিলুপ্ত করতে হয়। কিন্তু উপজেলা কমিটি তা করেনি। নতুন কমিটির মেয়াদকালও উল্লেখ করা হয়নি। নিজেদের পকেট ভারি করতে উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল ও যুগ্ম-আহ্বায়ক শাহ মোহাম্মদ রাকিব এ পকেট কমিটি দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, ১৮ অক্টোবর রাতে ফেসবুকে চরবাদাম যুবলীগের কমিটি দেখা যায়। কিন্তু যারা কমিটি অনুমোদন দিয়েছেন, ওই দুই নেতার ফেসবুকে তা পোস্ট করা হয়নি। এতে ইউনিয়নের সাবকে কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহিমকে সভাপতি ও মাইনুদ্দিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের (আংশিক) কমিটি গঠন করা হয়।

চরবাদাম ইউনিয়ন যুবলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি সেলিম উদ্দিন হাদিস বলেন, কমিটির ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। আমার কমিটি বিলুপ্তও করা হয়নি। নতুন যে কমিটি দেওয়া হয়েছে, তার জন্য বর্ধিত সভা কিংবা সম্মেলনও হয়নি। কমিটির মেয়াদকালও উল্লেখ করেনি উপজেলা যুবলীগ।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ মোহাম্মদ রাকিব বলেন, অনেকদিন আগে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া সাবেক কমিটির সভাপতি হাদিস পদত্যাগ করেছেন। এজন্য নতুন কমিটি দেওয়া হয়েছে।  

তবে হাদিসের পদত্যাগ পত্র ও কমিটি বিলুপ্তির কোনো চিঠি আছে কি না, জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপারে রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বলেন, আপনারা চরবাদামের কমিটি নিয়ে পড়ে আছেন কেন, বিষয়টা কি? আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি, সে বিষয়ে জানতে না চেয়ে বারবার যুবলীগের কমিটি নিয়ে জিজ্ঞেস করেন কেন? এ বলেই তিনি লাইন কেটে দেন। এরপর একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।