ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
গ্যাস-বিদ্যুৎ-পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ

ঢাকা: গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বাড্ডা, গুলশান, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, খিলগাঁও, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি বাজার, শ্যামলী, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী কাঁচাবাজারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

পানি বিদ্যুৎ গ্যাস সরবরাহ না থাকার প্রতিবাদে এসব বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেন।

বিক্ষোভে নেতাকর্মীরা গ্যাস দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছাইড়া দে এসব স্লোগান দেন। এতে দলীয় কোনো স্লোগান দেওয়া হয়নি। কয়েকটি ওয়ার্ডে বিএনপির মহিলা কর্মীরা ঝাড়ু মিছিল করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।