ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

খুলনায় বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
খুলনায় বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা

খুলনা: খুলনায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির ২০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের সময় বিএনপির নেতাকর্মীরা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগে করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বাদী মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করেছেন।

উল্লেখ্য, শনিবার বিএনপির গণসমাবেশের দিন খুলনা রেলস্টেশন ভাঙচুরের অভিযোগে ১৭০ জন বিএনপি নেতাকর্মীর নামে ওইদিন রাত ১০টার দিকে রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।