ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবেন বিএনপির এ প্রতিনিধিদল।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। এতে রাজধানীর নয়াপল্টনসহ বিভিন্ন জায়গায় বিএনপির সভা-সমাবেশের অনুষ্ঠান সূচি তুলে ধরা হবে।

প্রতিনিধিদলে থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসু সাবেক ভিপি আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুই মহানগরের সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।