ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

রাজনীতি

একটাকেও ছাড়ব না: শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
একটাকেও ছাড়ব না: শেখ হাসিনা

ঢাকা: সহ্য করাকে দুর্বলতা মনে না করার পরামর্শ দিয়ে বিএনপিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, আন্দোলনের নামে বোমা মারলে, মানুষকে অত্যাচার করলে একটাকেও ছাড়ব না।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এমন কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা (বিএনপি) আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো মানুষকে পুড়িয়ে মারার বা বোমা মারার বা গ্রেনেড মারার বা এ ধরনের অত্যাচার করতে যায় তাদের একটাকেও ছাড়ব না। এটা হলো বাস্তব কথা। ’

বিএনপি আমলে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ওপর যে আঘাত দেওয়া হয়েছে আমরা তা ভুলিনি। আমরা সহ্য করছি দেখে যেন এটা মনে না করে যে, সহ্য করাটা আমাদের দুর্বলতা। দুর্বলতা না। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে। খুনিদের সঙ্গে নেই। ’

তিনি বলেন, ‘আমরা তাদের বাধা দিচ্ছি না। কিন্তু যেভাবে তারা ওই অত্যাচারগুলো করেছিল আমরা ভুলব কীভাবে? সাধারণ মানুষ ভুলবে কীভাবে? তার ওপর তাদের অগ্নি সন্ত্রাস, এটা কোন মানুষের কাজ। জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মারা, এটাই নাকি বিএনপির আন্দোলন!’

বিএনপি ও আওয়ামী লীগ আমলের তুলনামূলক চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা এদেশের জনগণের জন্য কাজ করছি। জনগণের কল্যাণই আমাদের লক্ষ্য। কিন্তু অপর পক্ষে বিএনপি কী করে? তারা ক্ষমতায় আসা মানে অত্যাচার, নির্যাতন। আপনারা একবার চিন্তা করে দেখেন ২০০১ এর নির্বাচনের পর কীভাবে বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীরা সারা বাংলাদেশে অত্যাচার নির্যাতন করেছে। ’

‘১ আগস্ট গ্রেনেড হামলা করলো, আমরা আইভী রহমানকে এবং মহিলা আওয়ামী লীগে চার নেত্রীসহ ২২ জন নেতা-কর্মীকে হারিয়েছি। বিএনপি জামায়াত এত জঘণ্য কাজ করতে পারে, যেটা কল্পনাও করা যায় না। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন করতে যেয়ে একদিকে বিএনপির লেলিয়ে দেওয়া গুণ্ডা বাহিনী, জামায়াত-শিবির, আরেকদিকে পুলিশ বাহিনী আমাদের নারীদের ওপর অকথ্য অত্যাচার করেছে। রাস্তায় ফেলে কীভাবে মেরেছে, নির্যাতন করেছে, বুটের লাথি মেরেছে, তাদের ওপর অত্যাচার করেছে। এমনকি  সদ্য প্রসূত ‍শিশু, অন্তঃসত্ত্বা নারী কেউ রেহাই পায়নি। এভাবে তারা অত্যাচার নির্যাতন করেছে। কই আমরা তো কিছু করছি না। আমরা তাদের বাধা দিচ্ছি না। ’

মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর সংগঠনের কার্যনির্বাহী সংসদের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হিসেবে শবনম জাহান শিলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সম্মেলনে সভাপতিত্ব করেন এতদিন দায়িত্বপালন করে আসা মহিলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি সাফিয়া খাতুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমইউএম/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।