ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অন্ধকারে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

ময়মনসিংহ: জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা।

রোববার সন্ধ্যা ৭টা থেকে এ অবস্থা সৃষ্টি হয়েছে।



স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় শহরের কেউয়াটখালী এলাকায় বিদ্যুতের জাতীয় গ্রিডে লাইনের ওপর টিনের চাল উড়ে গিয়ে পড়ে।

এরপর পর থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও জামালপুর জেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ময়মনসিংহ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (উত্তর) নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, মেরামতের কাজ চলছে। আশা করায় যায় রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

প্রতিবেদন: এম আব্দুল্লাহ আল মামুন খান / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।