বাগেরহাট: রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি দু’টি জাহাজ।
রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পরে জাহাজ দু'টি মোংলা বন্দরে ভেড়ে।
এমভি আনকা সান জাহাজে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১৪০০ দশমিক ৪২ মেট্রিকটন এবং এমভি স্পোডিল্লায় ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিকটন যন্ত্রপাতি পণ্য এসেছে।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটি পতাকাবাহী জাহাজ দু’টিতে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ৯০০ মেট্রিকটন যন্ত্রপাতি এসেছে। এসব যন্ত্রপাতি দু’দিনের মধ্যে খালাস করে সড়ক পথে রূপপুরের নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআই