বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশি জাহাজ বসুন্ধরা ম্যাজিস্টি। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১২ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক বলেন, বিকেল সাড়ে ৫টায় জাহাজ থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। খালাস করে লাইটার জাহাজে করে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে। এসব লাইটারেজ (নৌযান) রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভেড়ার পর জেটির নিজস্ব ক্রেন দিয়ে খালাস করা হবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৫ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি ক্রিমসন নাইট’।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমএমজেড