ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কিশোরগঞ্জের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
কিশোরগঞ্জের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কিশোরগঞ্জ: গ্রিডে বড় ধরনের সমস্যা হওয়ায় কিশোরগঞ্জের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলাগুলো হলো-কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া ও তাড়াইল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার পর থেকে বিদ্যুৎ সরবরাহের এ বিপর্যয় ঘটে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. জুলফিকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জের গ্রিডে বড় ধরনের ফল্ট হওয়ায় চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে কাজ চলছে। কাজ শেষ হতে অনেক সময় লাগবে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। কখন বিদ্যুৎ আসবে সেই অপেক্ষায় আছেন তারা।
'
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. আনিসুজ্জামান খোকন বাংলানিউজকে জানান, বিদ্যুৎ সরবরাহ চালু করতে কাজ করছে সমিতির লোকজন। কাজ শেষ হলে বিদ্যুৎ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।